রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

হবিগঞ্জের এসপি ও ওসিদের অপসারণ দাবি বিএনপির


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২১ ৩:১৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

হবিগঞ্জে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানকার পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী এবং ওসি মাসুক আলী ও নাজমুল হাসানের অপসারণ দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ দাবি জানান।

উল্লেখ্য, গতকাল বুধবার হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির অনেক নেতা-কর্মী আহত হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।

ওই ঘটনার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন থেকে শুক্রবার সিলেট বিভাগের সব উপজেলা এবং শনিবার সিলেটের সব জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নামের মেশিনে ঢুকে মেধাবী শিক্ষার্থীরা খুনি হয়ে যাচ্ছে: নুর

মির্জা ফখরুল বলেন, ‘হবিগঞ্জের সমাবেশে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ ও গুলিবর্ষণে বিএনপির ৩০০ নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের চোখ নষ্ট হয়ে গেছে।’

‘পুলিশি হামলার’ ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে, এর মূল কারণটাই ছিল-হবিগঞ্জ যেহেতু বিএনপির একটা শক্তিশালী জায়গা এবং সেখানে নেতৃবৃন্দ বরাবরই প্রমাণ করেছেন যে, এখানে শক্তিশালী একটা সংগঠন আছে। সেজন্য এ জায়গায় তারা আঘাত করেছে, পুলিশ অতর্কিতে বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে নির্বিচারে।’

মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, এভাবে দমন-পীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তাদের অধিকারের যে দাবি, একটা গণতান্ত্রিক সমাজের জন্য এবং সবচেয়ে বড় যে দাবি—দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তাঁকে বিদেশে পাঠানোর জন্য যে আন্দোলন করছি, সে আন্দোলনকে কখনোই দমন করা যাবে না।’

সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর