রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ নিষেধ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২১ ১১:৪৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের মধ্যে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ‘ভ্যারিয়েন্ট’ ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে আমাদের মৌখিকভাবে জানিয়েছে।

মোহাম্মদ রাজু বলেন, কোনো শিক্ষার্থীর ‘পরীক্ষা’ থাকলে তাদের বিষয়টি ওরা বিবেচনা করবেন বলেছেন। তবে তার ‘পরীক্ষা’ সংক্রান্ত কাগজপত্রাদি অবশ্যই থাকতে হবে।

আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে অধ্যায়নরত ভারতীয়দের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান তিনি।

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মত শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে পুরো বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে।

অনেক দেশ সীমান্ত বন্ধ করার পাশাপাশি ভ্রমণে কড়াকড়ি আরোপও করেছে। এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: ৪২ কোটি টাকার মুকুট মাথায়, আরও যেসব সুবিধা পাচ্ছেন বিশ্বসুন্দরী হারনাজ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর