রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২১ ৯:১০ : পূর্বাহ্ণ
ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষস্থানটা নিজেদের করতে পারলো না লিভারপুল। টটেনহ্যামের সাথে ড্র করে চার মৌসুমের মধ্যে প্রথমবারের মত ঘটলো এমন ঘটনা।
সোমবার রাতে লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রোমাঞ্চ, উত্তেজনা সবই ছিল।
ম্যাচের ১৩ মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। মৌসুমের প্রথম গোলে খরা কাটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের।
৩৫ মিনিটে দিয়োগো জোটা লিভারপুলকে সমতা এনে দেন। রবার্টসনের ক্রস থেকে মাথা ছুঁইয়ে চলতি লিগে দশম গোলের দেখা পান এই পর্তুগীজ তারকা।
চলতি লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। শীর্ষে তারই সতীর্থ মোহাম্মদ সালাহ।
৬৯ মিনিটে রবার্টসনের গোলে লিড নেয় লিভারপুল। তবে সে লিডের স্থায়িত্ব হয় মাত্র চার মিনিট।
আরও পড়ুন: রিয়ালের জয়রথ থামালো কাদিস
লিভারপুল গোলরক্ষক এলিসন বেকারের ভুলে স্বাগতিকদের সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন।
৭৭ মিনিটে রবার্টসন লাল কার্ড দেখেন টটেনহ্যামের ডিফেন্ডার এমেরসনকে ফাউল করে।
এই ড্রয়ের ফলে আন্তোনিও কন্তে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অপরাজিতই থাকল টটেনহ্যাম।
১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা। করোনার হানায় দলটির সবশেষ দুটি লিগ ম্যাচ (সবমিলে তিনটি ম্যাচ) স্থগিত হয়।
লিভারপুল ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৪৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ‘বড়দিনে’ যাদের শীর্ষে থাকা নিশ্চিত।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা