বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা খেলা

রিয়ালের জয়রথ থামালো কাদিস


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২১ ৯:৫০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়রথ থামিয়ে দিয়েছে কাদিস। লা লিগায় এবার টানা ৮ জয়ের দেখা পেতে ব্যর্থ হলো লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্র করেছে রিয়াল। অবনমন অঞ্চলে থাকা দলটি গত বছরের অক্টোবরে স্প্যানিশ জায়ান্টদের তাদেরই মাঠে হার উপহার দিয়েছিল।

পয়েন্ট বিসর্জন দিলেও লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রিয়াল। দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে কার্লো আনচেলত্তির দল। ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৩।

পুরো ম্যাচে ৮৪ শতাংশ বল দখল ও ৩৬ শট নিয়েও গোলের দেখা পায়নি রিয়াল। বিপরীতে কাদিসের শট মাত্র ৪টি।

আরও পড়ুন: লিভারপুল-টটেনহ্যাম রোমাঞ্চকর ড্র

বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে আনচেলত্তির দল। গোলমুখে ৯টি শট নিয়েও ব্যর্থ হয়েছে ব্লাঙ্কোসরা।

লিগে নিজের শততম ম্যাচ রাঙাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

অন্যদিকে মধ্য-সেপ্টেম্বরের পর প্রথমবার একাদশে সুযোগ পেয়েছিলেন ইডেন হ্যাজার্ড। হতাশ করেছেন করিম বেনজেমাও। শেষদিকে গোলের সুযোগ হাতছাড়া করেন আলভারো নেগ্রেদো।

ড্র করলেও টেবিলের আধিপত্য হারাতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ১৮ ম্যাচে ১৩ জয়, চার ড্র এবং এক পরাজয়ে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।

১৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে কাদিজ। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট পাওয়া সেভিয়ার অবস্থান দুই নম্বরে। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল বেতিস।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর