নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২১ ৯:৩৮ : পূর্বাহ্ণ
দেশের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ১ম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২২ শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন লটারি আজ রোববার অনুষ্ঠিত হবে।
বিকেল তিনটায় ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে লটারি কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে জানানো হয়, লটারির মাধ্যমে ভর্তির ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।
আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের ২ হাজার ৯০৭টি বিদ্যালয়ে ৩ লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বাকি আসনগুলোতে ভর্তির জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি।
ফলে বেসরকারি স্কুলে ভর্তিতে প্রায় সাড়ে ৯ লাখ আসনের মধ্যে ৬ লাখ আসন শূন্য থাকবে।
আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান
বেসরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সরকারি স্কুলে ভর্তির লটারি ড্র।
আরও পড়ুন: ৪২ কোটি টাকার মুকুট মাথায়, আরও যেসব সুবিধা পাচ্ছেন বিশ্বসুন্দরী হারনাজ