শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা খেলা

তারুণ্যে ভর করে নাটকীয় লড়াইয়ে বার্সেলোনার জয়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২১ ১০:১৩ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শেষ তিন ম্যাচে জয়হীন। ইনজুরিতে অনুপস্থিত আক্রমণভাগের প্রধান সব অস্ত্র। তবে তারুণ্যে ভরা এক দল নিয়েই জয় তুলে নিলো বার্সেলোনা।

কাম্প নউয়ে শনিবার লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

এর ফলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো জাভির দল।

লিওনেল মেসির প্রস্থানের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্প্যানিশ ক্লাবটি এদিন জয় তুলে নিয়েছে লা মাসিয়ার ফুটবলারদের দিয়ে।

গোল পাওয়া তিন ফুটবলারের বয়স যথাক্রমে ২২, ১৯ ও ১৭! ক্লাবের একাডেমি থেকে উঠে আসা এই তিনজনে ভর করে পুরো তিন পয়েন্ট নিশ্চিত।

ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লিড এনে দেন ফেররান জুগলা। তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন গাভি।

কিন্তু বিপত্তি বাধে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে আবারও ভীতি ছড়ান জুগলা। এবার তার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক এদগার বাদিয়া।

আরও পড়ুন: ৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেভানডভস্কি

এর কিছুক্ষণ পরই বার্সেলোনাকে হতভম্ব করে দেয় এলচে। মুহূর্তেই দিক হারিয়ে বসা স্বাগতিকরা পরপর দুই মিনিটে দুই গোল হজম করে বসে।

৬২ ও ৬৩ মিনিটে তেতে মরেন্তে আর পেরে মিল্লার গোলে সমতায় ফেরে এলচে।

তবে নায়কীয় এক গোলে জয়ের ধারায় ফেরে বার্সেলোনা। শেষ দিকে বদলি নিকো গঞ্জালেসের গোলে জয় নিশ্চিত জাভি হার্নান্দেজের শিষ্যদের।

ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি।

লিগে ১৭ ম্যাচে বার্সেলোনার সপ্তম জয়। সঙ্গে ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে তারা।

সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

আরও পড়ুন: ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর