শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২১ ৮:৩৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের পাকিস্তান যাওয়ার কথা ছিল।

তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ১৮ ও ১৯ ডিসেম্বর পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন হচ্ছে।
এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব ১৮ ডিসেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। এর পরের দিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলে জানানো হয়।

সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এর আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

আরও পড়ুন: ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর