নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২১ ১২:২০ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তার আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন ১ জন।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার মাথা এলাকায় নিটেক্স গার্মেন্টের সামনে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত দুই যাত্রী হলেন-আবদুর রহিম (২১) ও সম্ভু বড়ুয়া (৪৫)।
আবদুর রহিম জোরারগঞ্জ থানান উত্তর দুর্গাপুর গ্রামের জামাল উল্লাহর ছেলে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
সম্ভু বড়ুয়া মিরসরাই উপজেলার দমদমা গ্রামের সুধন বড়ুয়ার ছেলে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অলংকার মোড় থেকে উত্তরা পরিবহনের যাত্রীবাহী বাসটি সীতাকুন্ড-মিরসরাই যাচ্ছিলো। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার মাথা এলাকায় আসলে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: স্বর্ণের দাম প্রতি ভরিতে কমলে ১ হাজার ১৬৬ টাকা
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দুর্ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতর থেকে আহত যাত্রীদের বের করে আনে।
গাড়ির মধ্যেই একজন মারা যান। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর এক যাত্রী মারা যান। আরেকজন চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির লটারির ফলাফল জানবেন যেভাবে
দুর্ঘটনাস্থলে দায়িত্বরত আকবর শাহ থানার এসআই টিটু নাথ রাজনীতি সংবাদকে বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। একজন আহত হয়েছেন। গাড়ি চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: কিষোয়ানের বিস্কুটের ভেতরে দেড় ইঞ্চি লম্বা হিজাব পিন!