সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নই, ক্ষমাপ্রার্থী: আলাল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দুই বছর আগের একটি বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ মঙ্গলবার আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।

ভারতের একটি হাসপাতালে চিকিৎসারত মোয়াজ্জেম হোসেন আলাল দেশবাসীর উদ্দেশে লিখিত বার্তায় বলেন, ‘কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে আমার বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমি প্রিয় স্বদেশভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই।’

ওই বক্তব্য নিয়ে রাজধানীর শাহবাগ থানাসহ দেশের বেশ কয়েকটি জায়গায় মামলাও হয়েছে আলালের বিরুদ্ধে।

অবশেষে সমালোচনার মধ্যে নিজের সেই বক্তব্য দুঃখপ্রকাশ করে প্রত্যাহার করে নিলেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করা হবে: ফখরুল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর