শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২১ ১:৩৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তবে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে জানান, করোনার বুস্টার ডোজ নেয়ার পর মন্ত্রীর হালকা জ্বর আসে। তাই তাকে রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মৃদু শারীরিক অসুস্থতা এবং নিয়মিত কিছু চেকআপের জন্য ওবায়দুল কাদের বঙ্গবন্ধু মেডিকেলে সকালে ভর্তি হয়েছেন।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

এর আগে গত ২০১৯ সালের ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়।

ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে ১৫ মে দেশে ফেরেন তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর