শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত রোগীর সংখ্যা আরও বাড়লো



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ৪:৫২ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৮৫ জনের।

দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩১ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৩২৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। একজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: চুপিচুপি বিমানবন্দর ছাড়লেন মুরাদ হাসান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর