সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

যে ৫ শর্তে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করলো সরকার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ৬:৪২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের সব মহানগরে চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিস) ৫ শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে যে ৫টি শর্তে হাফ ভাড়া কার্যকর করার কথা বলা হয়েছে, সেগুলো হলো–

১. হাফ ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে।

২. শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

৩. সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবেন।

৪. শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

৫. দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাফ ভাড়া ঢাকা মহানগরে গত ১ ডিসেম্বর থেকে এবং দেশের অন্যান্য সিটিতে গত ১১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সব মহানগরে বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া নিশ্চিত করতে গত ১১ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দিয়ে আন্দোলনে শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১ ডিসেম্বর থেকে রাজধানীতে ঢাকা পরিবহন মালিক সমিতি বাসে হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেন।

এরপর গত ৫ ডিসেম্বর চট্টগ্রামসহ সারাদেশে দেশের সব মহানগরে বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

আরও পড়ুন: কিষোয়ানের বিস্কুটের ভেতরে দেড় ইঞ্চি লম্বা হিজাব পিন!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর