শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে এবার অস্ট্রেলীয় এমপির চিঠি



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ৩:১৩ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগেল বয়েড।

আজ সোমবার এই চিঠি লিখেন সিডনির নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রীনসের এই এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে আবিগেল বয়েড বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি।’

এতে বলা হয়, ‘সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে দেওয়া মুক্তির সময় বাড়ানো এবং জরুরি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।’

চিঠিতে আরও বলা হয়, ‘সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। গত কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।’

অস্ট্রেলিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষের এই নারী এমপি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিশীল পরিস্থিতি সবার জ্ঞাত। খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর এবং তাকে বিদেশে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার অনুমতি দিতে আপনার (শেখ হাসিনা) প্রতি আমরা আবেদন জানাচ্ছি।’

আবিগেল বয়েড বলেন, ‘খুবই সঙ্কটজনক এই মুহূর্তে খালেদা জিয়ার মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে আপনার প্রতি আমরা আহ্বান জানাই। যদি বন্দি অবস্থায় তিনি মারা যান, সেটা ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য ট্র্যাজেডি হয়ে থাকবে। অনুগ্রহ করে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের সদস্য ইভান স্টেফানেক।

আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীকে চিঠি ইইউ এমপির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর