শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

ইভ্যালিকাণ্ড: আগাম জামিন পেলেন অভিনেত্রী ফারিয়া-মিথিলা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ৩:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত এক গ্রাহকের মামলায় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই অভিনেত্রীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

গতকাল রোববার মামলাটিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ দুই অভিনেত্রী।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়।

গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

এসব তারকা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে গত শুক্রবার জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। শবনম ফারিয়া ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন: চুপিচুপি বিমানবন্দর ছাড়লেন মুরাদ হাসান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর