রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

অতীতে এ ধরনের নজির কখনো ছিল না: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২১ ২:৪৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সাবেক সেনাপ্রধানের ‘আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞাকে’ নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দুঃখ হয়, আমাদের সাবেক সেনাপ্রধানের (জেনারেল আজিজ আহমেদ) আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। অতীতে এ ধরনের নজির কখনো ছিল না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী মতের লোকদের গুম, খুনের কাজে ব্যবহার করছে। যার ফলশ্রুতিতে আজকে আমেরিকা আমাদের একটি প্রতিষ্ঠান র‌্যাব ও র‌্যাবের সাবেক প্রধান, বর্তমান আইজিকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগ দিনের ভোট আগের রাতে করেছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। আজকে দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে আমলারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশে পাঠানোর অনুমতি দিচ্ছে না।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন-বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কৃষক দল নেতা হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।

আরও পড়ুন: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের বক্তব্যে বিএনপি ক্ষুব্ধ, বিস্মিত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর