শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

পুলিশ ও র‌্যাব প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খুবই লজ্জাজনক: ফখরুল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ৪:৪৫ : অপরাহ্ণ

পুলিশ এবং র‌্যাবের প্রধানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ‘জাতির জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটি হওয়ারই কথা। এটি তাদের পরিণতি।’

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এবং স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক’ এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এতোদিন ধরে বলে আসছি, মানবাধিকার হরণ করা হচ্ছে, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করেছে, মানুষকে নির্মমভাবে হত্যা করছে- এখন এটা প্রমাণিত। এখন আমরা দেখতে চাই, সরকার কী ব্যবস্থা গ্রহণ করে।’

যুক্তরাষ্ট্রের জো বাইডেন সরকারের গণতন্ত্রের সম্মেলন প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল যে সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে প্রমাণিত হয় বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘তাকে মিথ্যা ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখে চিকিৎসা না দেওয়ায় তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের যে সঙ্কট, আজকের যে বিপদ এটা শুধুমাত্র খালেদা জিয়া বা বিএনপির একার বিপদ নয়, এটা সমস্ত জাতির। খালেদা জিয়াই একমাত্র গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন। আমি আশা করব, সকল রাজনৈতিক দল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবেন।’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

আরও পড়ুন:

র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর