শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, ৫০ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ৫:৪০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে অনেক ঘরবাড়ি ও স্থাপনা।

স্থানীয় সময় শুক্রবার আঘাত হানে এ ঘূর্নিঝড়।

রাজ্যে টর্নেডোর আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

তিনি বলেন, এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো এটি। এতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্টাকির পশ্চিমাঞ্চলীয় মেফিল্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে টর্নেডো। টর্নেডোর আঘাতের ৫৬ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কেন্টাকিতে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, মেফিল্ড কমিউনিটি একেবারে ধ্বংস হয়ে গেছে। সেখানে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১১০ জন ভেতরে আটকা পড়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। ইলিনয়ে অ্যামাজনের একটি গুদামে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে।

আরও পড়ুন:

র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

কানাডায় ঢুকতে দেওয়া হয়নি মুরাদকে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর