রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২১ ৪:০২ : অপরাহ্ণ
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এতে হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।
আজ বুধবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
বিপিন রাওয়াতের ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে এখনো দেশটির সরকার কোনো বিবৃতি দেয়নি।
তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিপিন রাওয়াতকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটেরা ছিলেন।
এমআই-১৭ভি৫ সামরিক হেলিকপ্টারে চড়ে তারা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে যাচ্ছিলেন।
দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।
সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। এ ছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
৪ কেজি ওজনের বাক্সে ব্যবসায়ীর ছেলের বিয়ের কার্ড!
তালেবান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন