সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

তালেবান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২১ ৯:৫৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আফগানিস্তানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বেতন কমিয়েছে তালেবান সরকার।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার তালেবানের সর্বোচ্চ নেতা, সরকার প্রধান ও মন্ত্রীদের বেতনের একটি তালিকা প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ।

বেতন কাঠামোতে তালিকা অনুযায়ী সবার ওপরে রয়েছেন ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তার বেতন ২ লাখ ২৮ হাজার ৭৫০ আফগানি (২ লাখ ৪ হাজার ৯০ টাকা)।

তিনিই এই মুহুর্তে দেশটির সর্বোচ্চ বেতনভোগী ব্যক্তি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ৯৮ হাজার ২৫০ আফগানি (১ লাখ ৭৬ হাজার ৮৭৮ টাকা), মন্ত্রীদের বেতন ১ লাখ ২৫ হাজার আফগানি (১ লাখ ১১ হাজার ৫২৪ টাকা), প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১ হাজার ৫০০ আফগানি (৮১ হাজার ৬৩৬ টাকা) , প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেতন ২৫ হাজার ২০০ থেকে ৩০ হাজার ৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ১৬ হাজার ৬০০ আফগানি থেকে দুই হাজার ৬০০ আফগানি।

আফগানিস্তানে আগের সরকারের বেতন কাঠামোতে বৈষম্য ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল।

তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত সরকারের বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ ছিল। বিভিন্ন বিভাগের কর্মীরা ভিন্ন ভিন্ন বেতন পেয়েছেন। এ কারণেরই বেতন কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে।’

তবে যারা শিক্ষা বিভাগের কাজ করেন তাদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন তারা।

গত শনিবার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বেতন কমানোর ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বেতন বাড়ানো কথা জানিয়েছেন ইসলামী আমিরাতের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি।

অর্থনীতিবিদরা মনে করেন, কর্মচারীদের মান ও দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা উচিত।

আরও পড়ুন: সাপ মারতে গিয়ে পুড়িয়ে ফেললেন ৮ কোটি টাকার বাড়ি!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর