রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২১ ৬:৫৫ : অপরাহ্ণ
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) বিপিন রাওয়াত মারা গেছেন।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একইসঙ্গে প্রাণ হারিয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রীসহ আরও ১৩ জন। যার মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
ওই হেলিকপ্টারে ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। এর মধ্যে বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর ক্রমে ক্রমে নিহতের সংখ্যা বাড়ার তথ্য এলেও বিপিন রাওয়াতের ব্যাপারে কিছু জানা যাচ্ছিল না।
সবশেষ সংবাদমাধ্যমের খবরে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই- ১৭ ভি ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।
এমআই-১৭ভি৫ সামরিক হেলিকপ্টারে চড়ে তারা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে যাচ্ছিলেন।
সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। এ ছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: তালেবান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন