সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

১১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম নগরীতে বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২১ ১১:৪৫ : পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রামে নগরীতেও বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি।

আগামী ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এক্ষেত্রে ঢাকার মতো কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।

তবে হাফ ভাড়া শুধু চট্টগ্রাম নগরীতে কার্যকর থাকবে। নগরীর বাইরে বাসে হাফ ভাড়া কার্যকর নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক

হাফ ভাড়ার ক্ষেত্রে যেসব শর্ত

সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। তবে ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না।

এরআগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ১ ডিসেম্বর থেকে রাজধানীতে হাফ ভাড়া কার্যকর হয়। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে হাফ পাস চালু হয়েছে।

গত কয়েকদিন ধরেই ঢাকার মতো চট্টগ্রামেও হাফ ভাড়া নিশ্চিত করা, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

এসব দাবি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর