বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

নিরাপদ সড়কের দাবি: শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল, ব্যঙ্গচিত্র প্রদর্শন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২১ ২:২৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১টার দিকে এই মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে টিএসসির দিকে আসে।

সংবাদ মাধ্যমকে শিক্ষার্থীরা বলেছেন, সড়ক দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের স্মরণে এই প্রতীকী লাশের মিছিল করা হয়েছে।

এদিকে আজ দুপুরে রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের ফুটপাতে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় তারা সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ১১ দফা বাস্তবায়নে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন করেছে।

এতে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

নিরাপদ সড়কের দাবি: শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল, ব্যঙ্গচিত্র প্রদর্শন

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যার গেছে সেই জানে। তাদের পরিবারের কি আর্তনাদ। সেই আর্তনাদকে আমরা মনে ধারণ করেছি। আমরা নিরাপত্তা নিয়ে সড়কে চলাচল করতে চাই।

শিক্ষার্থীরা আরও বলেন,  মন্ত্রী পর্যায়ের অনেকে আমাদের আন্দোলন নিয়ে বিতর্ক তৈরি করছে কিন্তু আমরা আমাদের দাবির জায়গায় স্পষ্ট।

এরপর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন ও প্রতিবাদী গানের কর্মসূচি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

সর্বশেষ গত শনিবার তারা সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রামপুরা ব্রিজে দাঁড়িয়ে লাল কার্ড প্রদর্শন করেন।

গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: সব শহরেই বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর