রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

ক্রসিং পার হওয়ার সময় বাস-অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০২১ ১২:২০ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী ঝাউতলা এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ১০ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পুলিশ কনস্টেবল মনির হোসেন (৪০)। তিনি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

অপরজন হলেন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। তিনি পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার সৈয়দ সোহরাফ হোসেনের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ষোলশহর থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাওয়া ডেমু ট্রেনটি ঝাউতলা রেলক্রসিংয়ে আসছিলো। এসময় সিগনাল অমান্য করে সিএনজি অটোরিকশা ও বাস রেললাইনে চলে আসে। ট্রেনটি তখন গাড়িগুলোকে ধাক্কা দেয়। তখন ট্রাফিক কনস্টেবল রেললাইন থেকে গাড়িগুলোকে সরানোর চেষ্টা করছিলেন। ঘটনাস্থলে ট্রাফিক কনস্টেবলসহ দুজন মারা গেছেন। ট্রেনের ধাক্কায় সিএনজি আটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গেছে।

খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, ট্রেন আসার সিগনাল অমান্য করে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এই সময় একটি ডেমু ট্রেন চলে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল ও সিএনজি অটোরিকশার এক আরোহী নিহত হন। এছাড়া ১০ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর