শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ সিটির মেয়র পদে আবার নৌকার প্রার্থী আইভী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০২১ ৮:৪৫ : অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

নারায়ণগঞ্জ সিটিতে দলীয় প্রার্থী হতে চারজন নেতার নাম আসে। এর মধ্যে থেকে ডা. আইভীকেই আবারও বেছে নিলো আওয়ামী লীগের হাইকমান্ড।

বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

একসময়ের প্রাচ্যের ডান্ডিখ্যাত শীতলক্ষ্যাপাড়ের এ শিল্পনগরীর সিটি করপোরেশনে তৃতীয়বারের ভোটযজ্ঞ হতে যাচ্ছে।

আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল এ তিনটি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বাংলাদেশের প্রথম নারী, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনেও সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পান।

সেই নির্বাচনে আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপিদলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সাড়ে ৭৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে পুনরায় মেয়র পদে নির্বাচিত হন।

এবার তৃতীয়বারের মতো মেয়র পদে লড়বেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।

এর আগে আইভী বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন: ‘এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন’, র‌্যাব কর্মকর্তাকে শামীম ওসমান (ভিডিও)

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর