রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ ডিসেম্বর, ২০২১ ৬:০১ : অপরাহ্ণ
এবার প্রতিবেশী ভারতেও হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দেশটির কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত দুজনের সন্ধান মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আফ্রিকা ফেরত দুজনের শরীরে করোনাভাইরাসের নতুন এই ধরনের সন্ধান পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে একজন পুরুষ এবং অপরজন নারী। তাদের একজনের বয়স ৬৬ এবং অন্যজনের বয়স ৪৬। খবর এনডিটিভির।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, যারা আক্রান্ত দুজনের সংস্পর্শে এসেছেন এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ওই দুইজন যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাদের চিহ্নিত ও পরীক্ষা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি।
বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ফাউসি জানান, অমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় যান। ২৯ নভেম্বর কোভিড পজিটিভ হন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
সম্প্রতি ওমিক্রন আক্রান্ত দেশ দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে ২৪০ বাংলাদেশি। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ফেনীর সোনাগাজীতে আফ্রিকাফেরত যুবক এনামুল হকের (২৭) বাড়িতে ওমিক্রন সন্দেহে লাল পতাকা টাঙানো হয়েছে।
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে সাত জনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। এ পরিস্থিতিতে ভারতে ওমিক্রন শনাক্তের খবরে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দক্ষিণ আফ্রিকার নেতৃস্থানীয় বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, করোনার নতুন ধরন ওমিক্রন যে শুধু হালকা অসুস্থতা তৈরি করবে তা চূড়ান্তভাবে ভাবে বলার সময় এখনো আসেনি।
বিজ্ঞানীরা বলেন যে, ওমিক্রন আসলেই কতটা ভয়ংকর তা এখনই বলা কঠিন, কারণ এটি এখনও পর্যন্ত বেশিরভাগই অল্পবয়সীদের আক্রান্ত করেছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং যারা জীবাণুটির বিরুদ্ধে লড়াই করতে বেশি সক্ষম।
তবে, ভাইরাসটি কয়েকদিন শরীরে বহন করার পরে গিয়ে লোকের অসুস্থ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
সব মিলিয়ে বিশ্বের এখন পর্যন্ত বিশ্বের ২৫টি দেশে ওমিক্রনে আক্রান্ত রোগী ধরে পড়েছে।
এগুলো হলো-ভারত ও যুক্তরাষ্ট্র, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, নরওয়ে ও সৌদি আরবে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী ধরা পড়েছে।
আরও পড়ুন:
কক্সবাজারে ‘উড়ন্ত রেস্টুরেন্ট’, বসলেই বিল ৪ হাজার টাকা!
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৮৫ টাকা