শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০২১ ৯:২০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সরকারি চাকরিতে নিয়োগ দিতে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭১০টি পদে নিয়োগ দেয়া হবে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে আগ্রহীদের আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন জানান, ২৫টি ক্যাডারে নিয়োগ দিতে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৪৪তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেয়া হবে। এ ছাড়াও প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ৩০ জন, সহকারী কর কমিশনার (কর) ১১ জন, সহকারী নিবন্ধক (সমবায়) ৮ জন ও সহকারী সুপারিন্টেনডেন্ট/ট্রাফিক (রেলওয়ে) নিবন্ধক ৭ জন নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ১ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ৭ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ২ জন, সহকারী পোস্টমাস্টার ২৩ জন, সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) ৬জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) ২৭ জন এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য) ৩ জন নেয়া হবে।

এ ছাড়াও প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী ১জন, সহকারী যন্ত্র প্রকৌশলী ৮ জন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ৬ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী ২ জন (তথ্য), সহকারী বন সংরক্ষক (বন) ৫ জন নেয়া হবে।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২৯ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৭জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ২১০ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪২ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ২ জন, সহকারী সার্জন ১০০জন, সহকারী সার্জন (ডেন্টাল) ২৫ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২২ জন, সহকারী প্রকৌশলী ৬ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। ২০০ নম্বরের এ এমসিকিউ পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

এই পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি পিএসসি।

আরও পড়ুন:

রাজধানীতে বুধবার থেকে বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক, থাকছে কিছু শর্ত

মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করার নিয়ম

শাহরুখ খানের সঙ্গে ছবি: মিথিলার বক্তব্যে তোলপাড়

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর