শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ নভেম্বর, ২০২১ ৫:৩৫ : অপরাহ্ণ

চট্টগ্রামে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার বিকেল ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে।

তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় চট্টগ্রাম নগরীর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে এবং রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর