নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২১ ২:০৪ : অপরাহ্ণ
বাসে হাফপাশ (অর্ধেক ভাড়া) করার দাবিতে এবার রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
প্রথমে মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন।
এ সময় শিক্ষার্থীরা সব বাসে শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত ভাড়াকে অর্ধেক করার দাবি জানান।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাছুদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের শান্ত করে দ্রুত এই স্থান ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
সম্প্রতি প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাসচালক-মালিকরা তিন দিন অঘোষিত ধর্মঘট পালন করেন। পরে সরকারের সাথে বাস মালিকদের বৈঠক হয়।
বৈঠকে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলেন। সে অনুযায়ী দূরপাল্লায় বাসে প্রতি কিলোমিটারে ১.৮০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসে ২.১৫ টাকা করে ভাড়া বাড়ানো হয়। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানো হয় কিলোমিটারপ্রতি ২.০৫ টাকা।
বাসে অতিরিক্ত ভাড়া বাতিল ও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে প্রথম দিন থেকেই আন্দোলনে নামে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় গতকাল রোববার পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষণের হুমকি দেওয়া বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার এবং হাফপাস চালুর দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
হাফ ভাড়া চালুর দাবিতে গেল শনিবার রাজধানীর সাইন্সল্যাব মোড়ে বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোডে প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক রাখেন শিক্ষার্থীরা।