নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২১ ২:০৫ : অপরাহ্ণ
ধর্ষণের হুমকি দেওয়া অভিযুক্ত বাস হেলপারকে আটক করাসহ ৬ দফা দাবি দিয়েছেন রাজধানীর সরকারি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
আজ রোববার সকালে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে কলেজের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
সকাল নয়টার দিকে তারা সড়ক বন্ধ করে দেয়ার পর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ভেতরে নিয়ে তালাবন্ধ করে দেয়।
এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙে পুনরায় সড়ক অবরোধ করে।
সর্বশেষ দুপুর ১২টার দিকে তারা আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে যান।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো-
১) ধর্ষণ হুমকিদাতা সহকারীকে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।
২) সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
৩) কলেজের সামনে যাত্রী ছাউনি দিতে হবে।
৪) সাইনবোর্ড পর্যন্ত বাস সার্ভিস দিতে হবে।
৫) বেগম বদরুন্নেসা কলেজের বাসের সংখ্যা, রোড সংখ্যা, টিপ সংখ্যা বাড়াতে হবে।
৬) নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি বন্ধ করতে হবে, দিতে হবে নিরাপত্তা।
বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার গণমাধ্যমকে বলেন, কলেজের একজন শিক্ষক ফোনে আমাকে ছাত্রী হেনস্তার বিষয়টি জানিয়েছেন। তারা কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছে। আমরা চাইনা তারা ঝামেলা করুক। আমরা ওই বাসের মালিককে আসতে বলেছি। এটা কলেজের কোনো ঝামেলা না। বাইরের বিষয়। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
গতকাল শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী বাস হেলপারের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়া নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।
এ ঘটনার প্রতিবাদে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা আজ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনে যোগ দেন ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের শিক্ষার্থীরা।
অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি কলেজে যাওয়ার উদ্ধেশ্যে শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে উঠে। সেখান থেকে কলেজের ভাড়া ১০টাকা। কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা বলেন এবং নামার সময়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর মনে রাখতে পারিনি ওই ছাত্রী।