বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

শুক্রবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশে কোথায় কখন দেখা যাবে



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২১ ৯:৩০ : পূর্বাহ্ণ

চলতি শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামীকাল শুক্রবার।

মহাকাশ গবেষণা সংস্থা-নাসা জানিয়েছে, ২০০১ থেকে ২১০০ এই ১০০ বছরের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে পারে।

উত্তর আমেরিকাতে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এবং তা প্রায় সাড়ে তিন ঘণ্টা থাকবে।

নাসা জানায়, ১৯ নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে।

এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ওই দিন ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ভোর চারটায় সর্বোচ্চ পরিণতি পাবে।

বাংলাদেশের মানুষ শুক্রবার বিকেল পাঁচটা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পর্যন্ত চাঁদে নজর রাখতে পারেন। উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ওইদিন ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে।

ময়মনসিংহে বিকাল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে।

চট্টগ্রামে বিকাল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।

সিলেটে বিকাল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকাল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।

খুলনায় বিকাল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

বরিশালে বিকাল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে।

রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে।

রংপুরে বিকাল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

আরও পড়ুন: স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ২ হাজার ৩৩৩ টাকা

আরও পড়ুন: স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে

আরও পড়ুন: এবার ডিসেম্বরের প্রথম ১৫ দিন খোলা থাকবে নিম্ম আদালত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর