শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের চাকায় ফাটল, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা


প্রতিনিধি, নীলফামারী প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০২১ ১০:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি ফ্লাইটের (VQ-967) সামনের চাকা (নোজ হুইল) ফেটে গেছে।

বিমানটি ঢাকা থেকে আসছিল।

এতে ওই ফ্লাইটের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রানওয়েতে পড়ে থাকা বিমানটির কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

ঘটনার পরপরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ না করে যাত্রীসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অপরদিকে রানওয়ে বন্ধ থাকায় ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করেনি।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ফ্লাইটটি রানওয়েতে অবতরন করলে সামনের নোচ হুইল বাঁকা হয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি। তারা নিরাপদে নেমে এসেছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ সংবাদকর্মীদের জানান,  বর্তমানে বিমানটি রানওয়েতে আছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। সন্ধ্যার পর থেকে বিমান উঠা নামা বন্ধ রয়েছে। বন্ধ থাকা রানওয়ে সচল করতে কাজ চলছে।

আরও পড়ুন: এবার ডিসেম্বরের প্রথম ১৫ দিন খোলা থাকবে নিম্ম আদালত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর