নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২১ ৪:৫০ : অপরাহ্ণ
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বিএনপি যে দাবি করছে তা আইনের বইয়ে নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ একবার প্রয়োগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের বাইরে আসার সুযোগ দেয়ার পর আবার একই ধারা প্রয়োগের কথা আইনে নেই। উনারা যদি দেখাতে পারেন, আমরা তা বিবেচনা করতে পারি।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
জি এম সিরাজ বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কেন বিদেশে যেতে দেওয়া হবে না? এটা তার মৌলিক অধিকার।’
খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দু-এক দিনের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘এটি না হলে আমি সংসদ থেকে পদত্যাগ করবো।’
বিএনপির সংসদ সদস্যকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘আইনের শাসন যেখানে আছে, সেখানে তিনি যথেচ্ছ ব্যবহার করতে পারেন না। বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই।’
আনিসুল হক বলেন, ‘আইনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেয়া হয়েছে। সাধারণত এ ধারায় একটি বিষয় নিষ্পত্তি হয়। ফলে আবার ৪০১ ধারায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোনও সুযোগ নেই।’
আইনমন্ত্রী বলেন, ‘আমি আইন অনুযায়ী এ কথা বলছি। দেশে আইনের শাসন রয়েছে। বিএনপি নেতারা যত খুশি আমাকে গালি দিক। কিন্তু কিছু করার নেই। আইন মোতাবেক চলবো।’
আনিসুল হক বলেন, ‘২০০৭-০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে, এটা অসত্য। প্রধানমন্ত্রী কখনো সাজাপ্রাপ্ত হননি। আ স ম আবদুর রবকে যখন পাঠানো হয়েছিল, তখন দেশে ছিল মার্শাল ল। মার্শাল লর ধারা ফৌজদারি কার্যবিধির ধারার সঙ্গে চলে না। ওনারা যথেচ্ছ করেছেন।’
আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবিতে শনিবার গণঅনশন কর্মসূচি বিএনপির