সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অন্যান্য দল

আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছে: ভিপি নুর



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২১ ৯:১৯ : অপরাহ্ণ

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকে আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ারের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, ‘বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। ভারতও আমাদের উত্থান থামিয়ে দিতে কাজ করছে বলে আমাদের সন্দেহ।’

ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘এই সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না। সরকার মামলা দিয়ে বিএনপিকে গলায় রশি পরিয়ে দিয়েছে।’

নুর বলেন, ‘এই সরকার মামলাবাজ সরকার। সরকারি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা হত্যাচেষ্টা করছে। প্রশাসন দুই ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে। আরেক দল জনগণের পক্ষে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে মাফ করে দিয়েছি। আপনারা জনগণের পক্ষে থাকেন। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত।’

আরও পড়ুন:

টাঙ্গাই‌লে ভাসানীর মাজারে রেজা ও নুরের ওপর ছাত্রলীগের হামলা

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবিতে শনিবার গণঅনশন কর্মসূচি বিএনপির

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনের বইয়ে নেই, সংসদে আইনমন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর