রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

এবার ডিসেম্বরের প্রথম ১৫ দিন খোলা থাকবে নিম্ম আদালত



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০২১ ৮:১৯ : অপরাহ্ণ

এবার সারা দেশের নিম্ম আদালত ডিসেম্বরের প্রথম ১৫ দিন খোলা থাকবে। সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় নিম্ম আদালতে ২০২১ সালের ১৫ দিন বার্ষিক ছুটি বাতিল করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেল চারটা থেকে প্রায় ৫০ মিনিট সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

সভা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন। আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় অংশ নেন।

সারা দেশের নিম্ম আদালতে ডিসেম্বর মাসের ৩০ দিন বার্ষিক ছুটি থাকে। এবার ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন নিম্ম আদালতে ছুটি থাকবে।
ডিসেম্বরের প্রথম ১৫ দিন আদালত খোলা থাকবে।

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের ক্যালেন্ডারের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সভায় সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী ছাড়া অন্য কোনো সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে।

সভা সূত্র জানায়, দুই দিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন বিচারক কামরুন্নার ইস্যুতে মানববন্ধন করে।

বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন।

এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেন এ ধরনের সমাবেশ বা মানববন্ধন করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। ফুলকোর্ট সভাতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি, আর কতো চান: প্রধানমন্ত্রী

আরও পড়ুন: সম্পত্তি উইল বা অছিয়ত করার নিয়ম প্রসঙ্গে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর