রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২১ ৫:০৫ : অপরাহ্ণ
গ্রিন কার্ডের মতো একটি বিশেষ নাগরিকত্ব প্রদান ব্যবস্থা চালু করেছে সৌদি আরব।
বিদেশি সুদক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এর ফলে বহুল কাঙ্ক্ষিত মধ্যপ্রাচ্যের এ দেশটিতে নাগরিকত্ব লাভের সুযোগ মিললো।
দেশটির সরকার এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে।
আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেয়া হবে।
সৌদি প্রেস এজেন্সির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ তথ্য জানায় সৌদি সরকার।
প্রতিবেদন অনুযায়ী, এ সংক্রান্ত আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পেতে পারেন।
সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ।
নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যদিও এই সিদ্ধান্তের কারণে মেধাবী ও দক্ষ সৌদি নাগরিকরা স্থানীয় শ্রমবাজারে বঞ্চিত হবেন না বলে আশ্বস্ত করেছে দেশটির প্রশাসন।
প্রসঙ্গত, বর্তমানে সৌদিতে প্রচলিত স্পন্সরশিপভিত্তিক ব্যবস্থায় একজন সৌদি নাগরিক স্পন্সর হতে রাজি হলে দেশটিতে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের করতে পারেন বিদেশিরা।
এ ব্যবস্থার আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
আরও পড়ুন: স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে
আরও পড়ুন: ‘এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন’, র্যাব কর্মকর্তাকে শামীম ওসমান (ভিডিও)