প্রতিনিধি, বরিশাল প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২১ ১:৪৫ : অপরাহ্ণ
ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এছাড়া আগুনে আরও ৭ জন দগ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার সকাল আটটার দিকে সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ নামের ওই জাহাজে এ বিস্ফোরণ ঘটে।
পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত দুই ব্যক্তি হলেন- মো. কামরুল ইসলাম (৪৫) ও রিপন। কামরুজ্জামান ওই জাহাজের সুকানি ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জে।
রিপনের পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিদের মধ্যে রুবেল হোসেন জানান, আজ সকালে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে এ বিস্ফোরণ ঘটে। এর পর আগুন ধরে যায়। এতে জাহাজে অবস্থান করা অধিকাংশ কর্মী দগ্ধ হন।
এ সময় সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে রিপন নামে আরেকজনের মৃত্যু হয়।
ইঞ্জিন রুমে ফাটল ধরায় জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। যেকোনো মুহূর্তে জাহাজটি ডুবে যেতে পারে বলে স্থানীয়দের ধারণা।
জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহোজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১, দগ্ধ ৭
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ, নিখোঁজ ১
আরও পড়ুন: ‘এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন’, র্যাব কর্মকর্তাকে শামীম ওসমান (ভিডিও)