শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১, দগ্ধ ৭



প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে এক নারী মারা যান। গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন ৭ জন।

বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পূর্ব শিয়াচর এলাকায় লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মায়া রানী (৪০)। তিনি পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার সময় বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে।

এ ঘটনায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। পাশের বাসার স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্নাঘরের গ্যাস কোনো কক্ষে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি জানান, বিস্ফোরণে ওই বাড়ির ৫টি রুমসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল উড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এসময় মায়া রানী নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ৭ জন নারী পুরুষ ও শিশু দগ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন’, র‌্যাব কর্মকর্তাকে শামীম ওসমান (ভিডিও)

আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ, নিখোঁজ ১

আরও পড়ুন: স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর