নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২১ ২:০৫ : অপরাহ্ণ
আগামী রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।
আজ শুক্রবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।
ডিএমপি জানায়, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: ১৫ দিন সেবা না পেলে দিতে হবে না ইন্টারনেট বিল
আরও পড়ুন: স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে
আরও পড়ুন: সরকারী তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত