শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২১ ৪:২৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে দক্ষিণপূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম দিকে অবস্থান করছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে শনিবারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তবে এতে তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই। বরং রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে।

আরও পড়ুন:  রাজধানীতে বন্ধ হচ্ছে বাসের সিটিং ও গেটলক সার্ভিস

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর