নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২১ ৫:০৩ : অপরাহ্ণ
ডিজেলের দাম বৃদ্ধির জেরে গণপরিবহনের ভাড়া বেড়ে যাওয়া এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিকবিষয়-সংক্রান্ত ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
করোনায় বিপুলসংখ্যক মানুষ যখন কর্ম হারিয়ে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, এমন পরিস্থিতিতে নতুন করে মূল্য বৃদ্ধি করে জনগণের ওপর চাপ সৃষ্টি করা কতটা যৌক্তিক-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পুরোটাই যৌক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।’
‘তেলের দাম কি আমরা বাড়িয়েছি?’-এমন পাল্টা প্রশ্ন ছুড়ে আ হ ম মুস্তফা কামাল উত্তর দিলেন-‘আমাদের সরকার বাড়িয়ে দিয়েছে।’
ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো জাহাজে যদি করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়, তাহলে সেই জাহাজ কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়। জাহাজ চলতে না পেরে মাসের পর মাস সাগরে আটকে আছে, সেই চার্জ শিপিং কোম্পানিকে করা হয়। চার্জগুলো সব একত্র হয়ে পুরো চার্জটা আমরা পাই।’
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি থেকে ৪৩ হাজার কোটি টাকা আয় করলেও জ্বালানির দাম কেন কমেনি-এই প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকল্পগুলো আছে এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলো তো শেয়ার করতে হয়। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলে না, সেটা ভোক্তাদের ওপর দেয়।’
জ্বালানি তেলের মূল্য ১০ শতাংশ বাড়ার কথা থাকলেও ২৩ শতাংশ বাড়ানোর বিষয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাকে দেখতে হবে। আমি দেখে জবাব দেবো।’
বাসভাড়া বৃদ্ধির বিষয়ে মুস্তফা কামাল বলেন, ‘আগে আমাকে জানতে হবে মূল্য বৃদ্ধির কারণ। আমি যদি দেখি কোনো ভিত্তি ছাড়া দাম বাড়ানো হয়েছে, সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে।’
অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘জ্বালানি তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কম ছিলো সেই সুবিধা কি আমরা সবাই পাইনি? সবাই সুবিধা পেয়েছে। এখন দাম বেড়েছে, কী পরিমাণ বেড়েছে নেটে গেলে পাবেন। আমরা তেল উৎপাদন করি না, আমরা ভোক্তা। আমরা রিসিভিং করি, আমাদের এখানে হাত দেওয়াও সম্ভব নয়।’
মুস্তফা কামাল বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবেও আমার দায়িত্ব আছে। আমাকে রেভিনিউ জোগান দিতে হয়। রেভিনিউ জোগান দিতে না পারলে প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে যাবো, আমরা পিছিয়ে যেতে চাই না।’
আরও পড়ুন: রাজধানীতে বন্ধ হচ্ছে বাসের সিটিং ও গেটলক সার্ভিস
আরও পড়ুন: বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, বৃষ্টির আভাস