শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

এখন সাধারণ মানুষ যাবে কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। অন্যদিকে হঠাৎ একলাফে প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিল ডিজেল-কেরোসিনের দাম। ফলে আরও দ্বিগুণ বাড়বে দ্রব্যমূল্য। এখন সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের তো এখন না খেয়ে অপুষ্টিতে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।’

আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তরিকুল ইসলাম স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘এই অসহনীয় অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে, এদের (বর্তমান সরকার) সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আসুন, আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, সবাই রাজপথে নেমে আসি।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘গত ৭ মাসে ৮৪ জন নিহত হয়েছেন এবং সব তাদের (ক্ষমতাসীন দল) লোক। তারা নিজেরা নিজেরা এখন মারামারি করে। কারণ, বিরোধী দল তো নাই। আজকে তারা লুট করে, নিজেরা মারামারি করে এবং নিজেদের মধ্যেই সমস্যা তৈরি করছে। আর মামলা দেয় বিএনপির নামে।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী, জয়ন্তু কুমার কুণ্ড, যুবদলের সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া, কৃষক দলের শহিদুল ইসলাম, ছাত্রদলের ফজলুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর