শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ৬ তলা ভবনে বিস্ফোরণ: আগুনে দগ্ধ নারীর মৃত্যু



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২১ ১১:৩০ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে একটি বহুতল ছয় তলা ভবনে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ নারী সাজেদা বেগম (৪৮) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ রাজনীতি সংবাদকে বলেন, ‘সাজেদা বেগমের শরীরের ৮৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর উত্তর কাট্টলীর কমিউনিটি সেন্টার রোডে অবস্থিত মরিয়ম ভিলার ষষ্ঠ তলার একটি বাসায় রহস্যজনক বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই পরিবারের ছয়জন সদস্য দগ্ধ হন।

মৃত সাজেদা বেগম ছাড়া দগ্ধ অন্যরা হলেন-শাহজাহান শেখ সানি (২৯), স্বাধীন শেখ (১৭) ও জীবন শেখ (১৪), মেয়ে মাহিয়া আক্তার (৯) এবং শাহজাহানের স্ত্রী দিলরুবা বেগম (১৮)।

দগ্ধ পাঁচ জনের শরীরের ৩৫ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: চট্টগ্রামে এক বছর পর একই ভবনে আবার ‘রহস্যজনক’ বিস্ফোরণ, আগুনে দগ্ধ ৬

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর