শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

কুমিল্লা নামের সঙ্গে বেইমান মোস্তাকের নাম জড়িত, বিভাগ হবে মেঘনা নামে: প্রধানমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ অক্টোবর, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ

কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা -এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কারণ এই নামের সঙ্গে বেইমান মোস্তাকের নাম জড়িত।’

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় অত্যাধুনিক সুসজ্জিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনাকারী খুনি খন্দকার মোশতাক আহমেদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে।

শেখ হাসিনা বলেন, ‘অন্য জেলা কুমিল্লা নামে এই বিভাগে আসতে চাচ্ছে না। চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া কেউই আসতে চাচ্ছে না। কাজেই মেঘনা নামে হবে কুমিল্লা বিভাগের নাম। আর ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে। কারণ পদ্মা-মেঘনা-যমুনা স্লোগানেই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি।’

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা নামেই বিভাগের নামকরণের দাবি জানান।

প্রধানমন্ত্রী তখন বলেন, ‘তাহলে ব্রাহ্মণবাড়িয়ার নামে বিভাগের নামকরণ করি। তখনো বাহার প্রধানমন্ত্রীর কাছে নিজের আবদার তুলে ধরে বিভাগের নাম কুমিল্লার নামেই চান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘না কুমিল্লা নামে বিভাগ দেবো না। অন্য জেলাগুলোর সঙ্গে কথা বলেছি, তারা কেউই কুমিল্লার নামে আসতে চায় না।’

তখন বাহার বলেন, ‘আপা (প্রধানমন্ত্রী) আপনি বললে সবাই আসবে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন, ‘মেঘনা নামে নিলে সেখানে বিভাগ হবে, না হলে হবে না। অন্য কোনো জেলায় হবে।’

বক্তব্যের শেষে তিনি মেঘনা নামে কুমিল্লা নামকরণের প্রস্তাব গ্রহণের আহ্বান জানান।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কে এই ইকবাল, যা বলছে পরিবার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর