নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২১ ৯:১০ : অপরাহ্ণ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ উইকেটধারী বোলার হিসেবে নতুন উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
আজ রোববার আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে পরপর দুই উইকেট শিকারের মধ্য দিয়েয় মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড নিজের করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুধু তাই নয়, এদিন দুই উইকেট শিকার করে সাকিব পৌঁছে যান অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের মাইলফলকও ছুঁইয়ে ফেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এর আগে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।
চলতি বিশ্বকাপে আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে ক্রিকেটের বরপুত্র সাকিবকে। আর মাত্র আট উইকেট পেলেই সাকিব বনে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি।
বর্তমানে এই রেকর্ডটি রয়েছে সাবেক পাকিস্তানি স্পিনার সাহিদ আফ্রিদির। আফ্রিদির উইকেট ৩৯টি। চলতি বিশ্বকাপেই আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন সাকিব।
টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট যাদের:
১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮৮ ইনিংস- ১০৮ উইকেট
২. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৮৩ ইনিংস- ১০৭ উইকেট
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড) ৮১ ইনিংস- ৯৯ উইকেট
৪. শাহিদ আফ্রিদি (পাকিস্তান) ৯৭ ইনিংস- ৯৮ উইকেট
৫. রাশিদ খান (আফগানিস্তান) ৫১ ইনিংস- ৯৫ উইকেট