সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

নির্বাচন নির্বাচন খেলা হবে না: কাদের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ অক্টোবর, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ

নির্বাচন নিয়ে কোনো খেলা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচনের মতোই নির্বাচন হবে। রাষ্ট্রপতি সব দলের কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন।’

আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। রাষ্ট্রপতি কোনো বিশেষ দলের স্বার্থে এটা করবেন না। তিনি সবাইকে নিয়েই একটি সার্চ কমিটি গঠন করবেন এবং একটি নির্বাচন কমিশন গঠন করবেন।’

বিএনপি হুঁশিয়ার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, আমরা প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে। কিন্তু আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করা হয়, জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থায় আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে এবং সমুচিত জবাব দেবে।’

আরও পড়ুন: ‘নির্বাচন নির্বাচন খেলা আর হবে না’, ফখরুলের হুঁশিয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর