শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২১ ৭:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দুই বছর পর ফুটবলে অনেক সাধনার জয় পেলো বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নতুন কোচ অস্কার ব্রুজন আর অধিনায়ক জামাল ভূঁইয়ার চাওয়া ছিল একটা জয়। তপু বর্মণের একমাত্র গোলে সেই চাওয়াটা পূরণ হয়েছে বাংলাদেশের।

শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ।

৬২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ৭টি শট নিয়েছে জামালরা। বিপরীত দিকে লঙ্কানরা নিয়েছে ৫টি। বিরতির আগে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ফলে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।

বিরতির পর একের পর আক্রমণ করতে থাকে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

৫৬ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশে। সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল পেনাল্টির বাঁশি বাজান।

লঙ্কান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এতে আরো বিপদ ডেকে আনেন তারা। হ্যান্ডবল করা ডাকসনকে আরেকটি হলুদ কার্ড দেখান রেফারি। দুই হলুদ কার্ডে ডাকসনকে মাঠ ছাড়তে হয়।

অসাধারণ স্পট কিকে বল জালে জড়ান তপু। তপুর গোলের সঙ্গে সঙ্গে মালের স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ বলে গর্জে উঠে।

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

ম্যাচের বাকি সময় লাল-সবুজের প্রতিনিধিরা একাধিক সুযোগ তৈরি করতে পারলেও আর গোলের দেখা পাননি।

এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দেশ অংশ নিয়েছে। অন্য বছর গ্রুপ পর্ব থাকলেও এবার তা নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দেশ ট্রফির জন্য মুখোমুখি হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর