রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২১ ২:৫৫ : অপরাহ্ণ
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে ব্লিনকেন বলেছেন, ‘মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও চিন্তিত।’
‘নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনতে স্বচ্ছ তদন্তের’ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
অ্যান্থনি ব্লিনকেন বলেন, ‘সারা বিশ্বে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় তিনি ছিলেন এক সাহসী এবং শক্তিশালী প্রচারক। তিনি জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গিয়েছিলেন। এ ছাড়া তিনি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলনে যোগ দিতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রেও আসেন। সে সফরকালে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন, এবং ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতন-নিপীড়নের স্বীকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন।’
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনতে স্বচ্ছ তদন্তের আহ্বান জানাই। রোহিঙ্গাদের অধিকার আদায় এবং তাদের ভবিষ্যতের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সংগ্রাম জারি রাখার মধ্য দিয়ে আমরা তার (মুহিবুল্লাহ) কাজ স্মরণে রাখবো।’
We are deeply disturbed by the murder of Rohingya Muslim leader Mohib Ullah in Bangladesh yesterday. The world will remember Mohib Ullah as a brave and fierce advocate for the human rights of Rohingya Muslims around the world.
— Secretary Antony Blinken (@SecBlinken) September 30, 2021
এদিকে মুহিবুল্লাহ হত্যার তদন্তের দাবিতে এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে নিজের কার্যালয়ে বন্দুকধারীদের হাতে খুন হন মুহিবুল্লাহ।
অস্ত্রধারীরা তাকে পাঁচটি গুলি করে। তিনটি গুলি তার বুকে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: সন্দেহের তীর সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র দিকে