প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২১ ১:৫০ : অপরাহ্ণ
কক্সবাজারে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় সলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটকের পর সলিমকে উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
গত বুধবার রাতে লম্বাশিয়া ক্যাম্পে নিজের কার্যালয়ে বন্দুকধারীদের হাতে খুন হন মুহিবুল্লাহ। এ ঘটনায় নিহতের ভাই হাবিুল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা দায়ের করেছে। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। সব আসামিকে অজ্ঞাত দেখানো হয়েছে।
যদিও হত্যাকাণ্ডের পর মামলার বাদী হাবিবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনজন খুনিকে চিনতে পেরেছেন তিনি।
তারা হলেন-রোহিঙ্গাদের সংগঠন কথিত ‘আসরা-ও আল-ইয়াকিন’ নেতা হিসেবে পরিচিত মাস্টার আবদুর রহিম, মুর্শিদ ও লালু।
তবে ওই সময় তাদের নাম প্রকাশ করলে তাকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন হাবিবুল্লাহ।
গতকাল বিকেলে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে দাফন করা হয় মুহিবুল্লাহর মরদেহ।
জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পজুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মিশন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।
আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: সন্দেহের তীর সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র দিকে