শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপি জেগে উঠছে, তারা ভয়ে কাঁপছে: ফখরুল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫০ : অপরাহ্ণ

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধায়নে দলকে নতুন করে সাজানো হচ্ছে। এতে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। এ জন্য তারা বিএনপির ওপর চড়াও হয়ে আক্রমণ করছে। সে জন্য আবারও ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, হয়রানি করছে, তল্লাশি চলছে।’

বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, ‘কেন হচ্ছে, কারণ কী? কারণ, বিএনপি জেগে উঠছে। এতে সরকারের হৃৎকম্প শুরু হয়েছে। এখন তারা ভয়ে কাঁপছে।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘করোনা হেল্প সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচারুভাবে সংবিধান কেটেকুটে নিজেদের মতো করে নিয়েছে। পরে সমস্ত প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে এসে দলীয়করণ করেছে। আজ আমাদের যে গণমাধ্যম আছে, তাদেরও তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গতকালের পত্র-পত্রিকাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়েছে।’

আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, নেতার কথা বলেন? আরে নেতা তো বাংলাদেশে একজনই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একমাত্র নেত্রী যিনি এই দেশে দীর্ঘ নয় বছর সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন।’

খালেদা জিয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখনো গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে তিনি গৃহবন্দী হয়ে আছেন। মিথ্যা মামলায় তাকে বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে।’

আওয়ামী লীগ সরকার টিকতে পারবে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘পৃথিবীতে কোনো স্বৈরশাসক, একনায়ক টিকে থাকতে পারেনি। জনতার উত্তাল রোষে তাদের পরাজয় বরণ করতে হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না। তাদেরকে খুঁজে পাওয়া যাবে না।’

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘দেয়ালের লিখনিগুলো পড়ুন। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনাদের ব্যর্থতার জন্য পদত্যাগ করুন।’

সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সেই অপরাধ থেকে যদি রক্ষা পেতে চান অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ যেন তার পছন্দের সরকার নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা করুন।’

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘রাস্তায় নেমে স্লোগান দিতে হবে জোরে জোরে। তাহলেই হবে কাজ। সেটার জন্য প্রস্তুতি নাও। সময় এসেছে উঠে দাঁড়ানোর। সময় এসেছে সরকারকে পরিষ্কার করে বলে দেওয়ার যে, তোমাকে আমরা আর চাই না। এখন বিদায় নিতে হবে এবং নির্বাচন দিয়ে দিতে হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর