নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ সেপ্টেম্বর, ২০২১ ৬:৫০ : অপরাহ্ণ
নির্বাচন নিয়ে সরকারকে কটাক্ষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদেরকে বৈধ বলি আর অবৈধ বলি-তারা টানা তিনটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন শব্দটিকে নির্বাসিত করেছে।’
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম দল এ সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনের কথা না বলে আমাদের একটা কথাই বলা উচিত তা হলো, শেখ হাসিনার সরকারের পতন। সব সংগঠন, দল-মত-নির্বিশেষে একত্রিত হলে আমাদের যে এক দফা, শেখ হাসিনার পতন তা করা সম্ভব হবে।’
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘আমার মনে হয়, নির্দলীয় সরকার নিয়ে আমাদের আর আলোচনা করা উচিত নয়। আমাদের আলোচনা করা উচিত এক দফা শেখ হাসিনার পতন নিয়ে।’
গয়েশ্বর রায় বলেন, ‘দেশে এতো সমস্যা, এসব সমস্যা নিয়ে কথা না বলে যিনি সমস্যা তৈরি করেছেন তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে পারি তাহলে জনগণই কিন্তু সব সমস্যার সমাধানের রাস্তা বের করে দিবে।’